ঢাকাগামী ট্রাকে মিলল কোটি টাকার চোরাই শাড়ি ও থ্রি-পিস

সাতক্ষীরায় বিজিবি অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ট্রাকভর্তি উন্নত মানের ৯ কোটি টাকা মূল্যের শাড়ি, থানকাপড়, জিপসাম পাউডার, সিরামিক পাউডার ও পোস্তদানাসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বুধবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় এলাকা থেকে বিজিবি সদস্যরা ট্রাকভর্তি উক্ত মালামাল জব্দ করেন। তবে এ ঘটনায় বিজিবি কোনো চোরাচালানিকে আটক করতে সক্ষম হননি। বিজিবির দেওয়া তথ্য মতে, জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৯ কোটি টাকা।

বিজিবি জানায়, একটি চোরাচালানি চক্র ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ ট্রাকভর্তি মালামাল নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড়ে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে এর চালকসহ চোরাচালানিরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ট্রাকটি জব্দ করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আনেন। ট্রাক নং- সাতক্ষীরা-ট-১১-০৬৯৬। পরে উক্ত ট্রাক থেকে ভারতীয় উন্নত মানের শাড়ি, থানকাপড়, জিপসাম পাউডার, সিরামিক পাউডার, টিসু ও পোস্তদানাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ক ফাঁকি দিয়ে চোরাকারবারিরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের পর ট্রাকভর্তি করে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ

img
টিভিতে আজকের খেলা Apr 19, 2025
img
ম্যারাথন দৌড়ানোর সময় শরীরে কী হয়? Apr 19, 2025
img
অ্যান্ড্রয়েডে বিনামূল্যে লাইভ জেমিনাই ভিডিও, স্ক্রিন শেয়ারিং Apr 19, 2025
img
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের Apr 19, 2025
img
রিয়াল মাদ্রিদ বা ব্রাজিলের কোচ হওয়ার ‘ইচ্ছা নেই’ ক্লপের Apr 19, 2025
img
জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনিং উইকেটের প্রয়োজন দেখেন না বাংলাদেশ কোচ Apr 19, 2025
img
হঠাৎ কেন অভিষেকের পকেটে তল্লাশি শুরু করেন সূর্যকুমার Apr 19, 2025
img
রিয়া মনির পাল্টা অভিযোগ, জানালেন হিরো আলমের কাছ থেকে বিদায় নেওয়ার কারণ Apr 19, 2025
img
জুলাই আন্দোলন হয়েছে বেকার চাকরিপ্রত্যাশীদের সম্মিলিত ক্ষোভের সমন্বয়ে: হান্নান মাসউদ Apr 19, 2025
img
ড. ইউনূসের জনপ্রিয়তায় ভারত ও বিএনপি এত উদ্বিগ্ন কেন, প্রশ্ন এনসিপি নেতার Apr 19, 2025