থানার লুটের অস্ত্র দিয়ে ডাকাতি

থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে চট্টগ্রাম নগরীতে ডাকাতির ঘটনায় আরিফ হোসেন প্রকাশ মেহেদী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যে ভিত্তিতে নগরীর বারিক বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে ৭.৬৫ এমএম বোরের ইতালিয়ান একটি পিস্তল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তারের পর বারিক বিল্ডিং মোড় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি উদ্ধার করেছে পুলিশ। ডবলমুরিং থানার ওসি কাজী রফিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আরিফ ডাকাত দালের প্রধান। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে বারেক বিল্ডিং এলাকায় ডাকাতদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন দুই পুলিশ সদস্য। তখন মো. তারেক, মো. জুয়েল ও জাহেদুল ইসলাম নামের তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছিল। আরিফ তখন পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করে।

নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, সকালে বারিক বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে আরিফ হাসান মেহেদী ওরফে পলাশকে পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছে। তার আস্তানা থেকে আমরা একটি টিপ ছোরা, চায়নিজ কুড়াল, দুটি ছুরি, একটি করে গামছা ও বালিশ এবং চারটি লোহার রড জব্দ করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয় ৫০ রাউন্ড কার্তুজও। উদ্ধারকৃত অস্ত্রটি ডবলমুরিং থানায় বেসরকারি ব্যক্তিবর্গের জমা রাখা একটি অস্ত্র। সেটি ইতালির তৈরি ৭ পয়েন্ট ৬৫ এমএম; থানা থেকে গত ৫ আগস্ট লুট হয়েছিল। কার্তুজগুলোও থানা থেকে লুট করা।

তিনি বলেন, তাদের মূলহোতা ডাকাত মেহেদী এবং মনির। তারা চট্টগ্রাম শহরে বড় বড় কমার্শিয়াল হাবে ডাকাতি করে যাচ্ছে। তাদের সঙ্গে আছে পিচ্চি জাহিদ, রাতুল, হানিফ, নুরুন্নবি, শ্রাবণ এবং বদর। ওরা বড় বড় ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে। তাদের দেহ খুবই স্লিম। তারা রড কেটে ঢুকে যায়। বিভিন্ন জায়গায় এমন কর্মকাণ্ডের বিভিন্ন ভিডিও ক্লিপও আমরা পেয়েছি। তাদের বড় বড় ডাকাতি টার্গেট থাকে।

ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম জানান, ফেব্রুয়ারির ঘটনার পর থেকেই আরিফ হোসেনের ওপর নজরদারি বাড়ানো হয়েছিল। তিনি একজন পেশাদার অপরাধী এবং অস্ত্রসহ এলাকায় আতঙ্ক ছড়াত। আজ ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে যে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। সেগুলো ব্যবহার করে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
৬শ কর্মী মিলে যাত্রাবাড়ী-সাইনবোর্ড মহাসড়কে পরিচ্ছন্নতা অভিযান Apr 19, 2025
img
হোয়াটসঅ্যাপে ছবিতে ক্লিক করলেই সর্বনাশ, হ্যাকারদের নতুন ফাঁদ! Apr 19, 2025
img
চট্টগ্রামে খালে তলিয়ে যাওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার Apr 19, 2025
img
পিএসএলে ইতিহাস গড়লেন পাকিস্তানি তারকা Apr 19, 2025
img
জিম্বাবুয়ের পেসারকে হুমকি মনে করছেন বাংলাদেশ কোচ Apr 19, 2025
img
ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন Apr 19, 2025
img
আল-কায়েদার হুমকিতে নিরাপত্তা চেয়েছিলেন প্রিন্স হ্যারি Apr 19, 2025
img
সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় আসছেন হুনানের গভর্নর Apr 19, 2025
img
জাপানে সাত ডলার চুরি করে হারালেন ৮৪ হাজার ডলার Apr 19, 2025
img
মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত জান্তা ও বিরোধী দল Apr 19, 2025