নববর্ষে প্রায় ৫ হাজার কারাবন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার
মোজো ডেস্ক 11:22PM, Apr 17, 2025
নববর্ষ উপলক্ষে মিয়ানমারের সামরিক জান্তা সরকার ৪ হাজার ৮৯৩ বন্দিকে সাধারণ ক্ষমায় মুক্তি দিয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানায়। তবে মুক্তিপ্রাপ্তদের মধ্যে কতজন রাজনৈতিক বন্দি রয়েছেন, তা স্পষ্ট করেনি জান্তা।
স্থানীয় পর্যবেক্ষক সংস্থা পলিটিক্যাল প্রিজনার্স নেটওয়ার্ক জানিয়েছে, অন্তত ২২ জন রাজনৈতিক বন্দি此次 ক্ষমার আওতায় মুক্তি পেয়েছেন। সংস্থার হিসাব অনুযায়ী, বর্তমানে দেশটির কারাগারে ২২ হাজারের বেশি রাজনৈতিক বন্দি আটক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত গণতান্ত্রিক নেত্রী অং সান সু চিও।
জানানো হয়েছে, মুক্তিপ্রাপ্ত কেউ ভবিষ্যতে আইন লঙ্ঘন করলে তাকে আবারও অবশিষ্ট সাজা ভোগ করতে হবে। ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে অন্তত ১৯টি বাসে বন্দিদের ছেড়ে দেওয়া হয়েছে, যেখানে তাদের স্বজনরা অপেক্ষা করছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এরপর থেকেই দেশজুড়ে জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিভিন্ন এলাকায় সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষে বহু মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন।