ঢাকায় সফররত ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক শুল্কসহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র সচিব বলেন, “বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আমাদের অবস্থান ও বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়েছে। প্রধান উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা উভয়েই মার্কিন দপ্তরগুলোতে চিঠি দিয়েছেন।”
বৈঠকে নির্বাচন ইস্যুতেও সাধারণ আলোচনা হয়েছে বলে জানান তিনি, তবে বিস্তারিত আলোচনা হয়নি।
এছাড়া, ইউএসএআইডির সহায়তা পুনর্বিবেচনা, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি এবং প্রয়োজনীয় সংস্কার নিয়েও আলোচনা হয়।
বিশেষভাবে গুরুত্ব পায় মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যু। পররাষ্ট্র সচিব জানান, মিয়ানমারের রাখাইনে চলমান পরিস্থিতি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন এবং উভয়পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরেছে।
বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর হেরাপ। তারা পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন।
এসএস