ছয় দফা দাবিতে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বৈকালী মোড়ে এই অবরোধ শুরু হয়, যা চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। এক ঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীরা মিছিলসহ ক্যাম্পাসে ফিরে যান।
দাবিগুলোর মধ্যে রয়েছে—জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমাবিহীন ভর্তি সুবিধা বাতিল এবং উপ-সহকারী প্রকৌশলী পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ নিশ্চিত করা।
শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাতুল জানান, এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।