কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান এ কে এম ফজলুল হক কবিরাজকে (৫৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ডিবির অফিসার ইনচার্জ মো. মোরাদুল ইসলাম।
পুলিশ জানায়, ফজলুল হক সরকারদলীয় পদ-পদবি ব্যবহার করে অতীতে নানা অনিয়ম ও অপরাধে জড়িত ছিলেন। ২০২3 সালের ৫ আগস্টের পর তিনি সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা ও তৎপরতায় যুক্ত হন এবং সরাসরি অংশগ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করে দৌলতপুর থানায় হস্তান্তর করে।