যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি করা সব গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা গত ৩ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এর ফলে আগামী জুন থেকে গাড়ির দাম বাড়তে পারে বলে জানিয়েছে ফোর্ড মোটর কোম্পানি।
অটোমোটিভ নিউজ–এর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ফোর্ড ডিলারদের কাছে পাঠানো এক স্মারকে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প যদি আমদানি শুল্ক কমাতে না পারেন, তবে মে মাস থেকে উৎপাদিত গাড়িগুলোর দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে কোম্পানিটি।
ফোর্ডের এক শীর্ষ নির্বাহী ডিলারদের উদ্দেশ্যে বলেন, আমদানি শুল্কের কারণে উৎপাদন খরচ বাড়ছে, ফলে দাম সমন্বয় করতে হবে।
রয়টার্স জানায়, বর্তমানে ফোর্ড ২ জুন পর্যন্ত স্টকে থাকা গাড়ির ওপর বড় পরিসরে ছাড় দিচ্ছে। তবে মে ও তার পরের সময়ের জন্য নতুন মডেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই শুল্কনীতি আন্তর্জাতিক গাড়ি বাজার ও ভোক্তা ব্যয়ে বড় প্রভাব ফেলতে পারে।
এসএস