নাগরিকত্ব সংকটে নীল চোখের বিখ্যাত সেই ‘চা ওয়ালা’

নীল চোখের জন্য ভাইরাল হওয়া পাকিস্তানের বিখ্যাত ‘চা ওয়ালা’ আরশাদ খান আবারও শিরোনামে, তবে এবার এক কঠিন পরিস্থিতির কারণে। যিনি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন, এখন তাকেই নিজের দেশের নাগরিকত্ব নিয়ে লড়তে হচ্ছে।

পাকিস্তানি পরিচয়ে পরিচিত হলেও দেশটির সরকার এখন আরশাদকে তাদের নাগরিক হিসেবে স্বীকার করছে না। জব্দ করা হয়েছে তার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট। এসব ফিরে পেতে তিনি আইনি লড়াইয়ে নেমেছেন এবং বর্তমানে এক জটিল পরিস্থিতির মুখোমুখি।

ভাইরাল তারকাখ্যাত এই ‘চা ওয়ালা’র বাস্তব জীবনের এই নাটকীয় মোড় নিয়েছে নেটিজেনদের কৌতূহলের কেন্দ্রে।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

তারা বলেছে, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট জব্দ করার বিরুদ্ধে তিনি যে পিটিশন দায়ের করেছিলেন। গত বুধবার হাইকোর্টের রাওয়ালপিণ্ডি বেঞ্চে এটির শুনানি হয়।

ওইদিনের শুনানিতে পাকিস্তানের সহযোগী অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি এবং পাকিস্তানের জাতীয় ডাটাবেজ এবং রেজিস্ট্রেশন অথরিটি আদালতের কাছে লিখিত রিপোর্ট প্রদান করে।

এতে তারা জানায়, দেশের বড় দুটি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং ইন্টিলিজেন্স ব্যুরো (আইবি) আরশাদ খানকে নিয়ে বিস্তারিত তদন্ত করেছে। উভয় সংস্থা জানিয়েছে, আরশাদ খান আফগান নাগরিক। তার জন্ম ও বেড়ে ওঠা আফগানিস্তানেই এবং পাকিস্তানের নাগরিকত্ব পাওয়ার তার কোনো বৈধ সম্পর্ক নেই।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরশাদ খানকে নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য তার জন্ম, বাসস্থান এবং ১৯৭৮ সালের আগে পাকিস্তানে থাকা সম্পদের তথ্য দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি এর কিছুই দিতে পারেননি। এরফলে তাকে পাকিস্তান ছাড়তে বলা হয়েছে।

আরশাদ খানের আইনজীবী এ দুটি সংস্থার তদন্ত প্রতিবেদন পেতে আদালতের কাছে অনুরোধ জানান। যা তাদের দেওয়া হয়। ওই সময় আদালত জানান ২২ এপ্রিল এ নিয়ে চূড়ান্ত শুনানি হবে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শেখ হাসিনা-কাদের-আসাদুজ্জামানসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা Apr 19, 2025
img
‘মায়ায় জড়ানো এক নাম তা হলো তুমি’, অনন্তর জন্মদিনে বর্ষা Apr 19, 2025
img
হান্নান মাসউদ জানালেন, ছবির সেই অফিসটির মালিক কে Apr 19, 2025
img
‘বরবাদ’-এর প্রযোজকের অভিযোগ: হল মালিকরা দিচ্ছেন না আয়ের সঠিক হিসাব Apr 19, 2025
img
ডিপিএলে বিতর্কিত আউট ঘিরে তদন্ত, বিসিবি সভাপতির সতর্ক বার্তা Apr 19, 2025
img
অবৈতনিক মুখপাত্র আবিদের নিয়োগ বাতিল Apr 19, 2025
img
'চুরি-কালো টাকার ভোট দেখতে চায় না জামায়াত' Apr 19, 2025
img
গুলশানে ব্যাটারি রিকশা বন্ধ, রাস্তায় নেমে প্রতিবাদ চালকদের Apr 19, 2025
img
আশা করি ড. ইউনূস সফল হবেন : মির্জা ফখরুল Apr 19, 2025
img
আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা Apr 19, 2025