নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে না পেয়ে ছোট ভাইকে গ্রেফতার
মোজো ডেস্ক 12:30AM, Apr 19, 2025
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে না পেয়ে তার এসএসসি পরীক্ষার্থী ছোট ভাইকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। গত বুধবার (১৬ এপ্রিল) রাতে ভুলতা ইউনিয়নের ভুলতা এলাকা থেকে সাকিব নামের ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সাকিব স্থানীয় ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রায়হানের ছোট ভাই। বিষয়টি নিশ্চিত করে সাকিবের বাবা মনজুর হোসেন বলেন, "আমার বড় ছেলে রায়হানকে খুঁজতে এসে ছোট ছেলে সাকিবকে তুলে নিয়ে যায় পুলিশ। অথচ সে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়, শুধু এসএসসি পরীক্ষা দিচ্ছে। এখন তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।"
রায়হান নিজেও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “অপরাধ করলে আমি করেছি। আমার ছোট ভাইকে কেন জড়ানো হলো? সে তো রাজনীতির সঙ্গেই জড়িত না, বরং নিয়মিত পরীক্ষায় অংশ নিচ্ছে।”
তবে এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, “সাকিবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া তারা রূপগঞ্জে নতুন করে অস্থিরতা তৈরি করতে গোপনে বৈঠক করছে বলেও তথ্য রয়েছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে এসএসসি পরীক্ষার্থী কি না, সে বিষয়ে আমার জানা নেই।”
গ্রেপ্তার সাকিবকে পরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।