চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে মোহাম্মদ আকরাম হোসেন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা এবং দিনমজুর মোরশেদ মিয়ার ছেলে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে রাশিয়ায় অবস্থানরত আকরামের এক সহযোদ্ধা ফোনে তার পরিবারের সদস্যদের কাছে মৃত্যুর খবর জানান।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আর্থিক সচ্ছলতার আশায় প্রায় ১১ মাস আগে ধারদেনা করে রাশিয়া যান আকরাম। সেখানকার একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ করছিলেন তিনি। তবে ভালো বেতন না পাওয়ায় আড়াই মাস আগে এক দালালের প্রলোভনে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন। যুদ্ধের সম্মুখ সারিতে থাকার শর্তে আকরাম ইউক্রেন যুদ্ধে অংশ নেন। নিজের সেনাসদস্যের পোশাকে ছবি ফেসবুকেও পোস্ট করেছিলেন তিনি।
পরিবার জানায়, ১৩ এপ্রিলের পর থেকে আকরামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার বিকেলে এক সহযোদ্ধা জানান, ইউক্রেনের মিসাইল হামলায় আকরাম নিহত হয়েছেন। হামলায় তার ইউনিটের আরও কয়েকজন সদস্যও মারা গেছেন।
আকরামের বাবা জানান, পরিবারের অনুরোধ সত্ত্বেও যুদ্ধ থেকে ফেরার উপায় ছিল না বলে জানিয়েছিলেন আকরাম। মা মোবিনা বেগম ছেলের মৃত্যু সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রথমে মরদেহ কোথায় আছে তা শনাক্ত করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এসএস