বিদেশে বাংলাদেশের শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া বাতিলের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুল্লাহ আল জোনায়েদ (২১)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাকে বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া এলাকা থেকে আটক করা হয়। জোনায়েদের স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলায়।
সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ফেব্রুয়ারিতে এক বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পেয়েছিলেন। কিন্তু ১১ ফেব্রুয়ারিতে একটি ফেসবুক পেইজে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য পোস্ট করা হয়, যেখানে বলা হয় যে, শিক্ষার্থীটি প্রতারণার মাধ্যমে ওই কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এর পরদিনই কলেজ কর্তৃপক্ষ তার ভর্তি বাতিল করে।
এ ঘটনায় ওই শিক্ষার্থী ১৬ ফেব্রুয়ারি খুলশী থানায় মামলা দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতে আব্দুল্লাহ আল জোনায়েদকে গ্রেফতার করা হয়। তদন্তে জানা যায়, জুনায়েদ শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ইমেইল আইডি হ্যাক করে সংগ্রহ করে এবং তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট করে। এরপর সে শিক্ষার্থীকে আর্থিকভাবে লাভবান হওয়ার প্রস্তাব দেয়।
নির্ধারিত অভিযোগে আরও বলা হয়েছে, জুনায়েদ ফেসবুকে আরো দুটি পোস্ট দেয়, যেখানে সে দাবি করে যে, তার কাছে ৩০০ থেকে ৪০০ বাংলাদেশি শিক্ষার্থীর তথ্য রয়েছে, যারা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে অভিযোগের শিকার হতে পারে।
চট্টগ্রাম পুলিশ জানায়, অভিযুক্ত যুবকের কাছ থেকে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হয় এবং পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করেছে। বর্তমানে জুনায়েদ কাউন্টার টেরোরিজম ইউনিটের হেফাজতে রয়েছে।
আরএ