টানা বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি মিললেও দেশের আবহাওয়া এখনো বেশ উষ্ণ। সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের দুটি জেলায় সকাল নাগাদ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে দমকা হাওয়াসহ ঝড় বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টিপাত কিছুটা গরম প্রশমিত করলেও আবহাওয়ার পরিবর্তনশীলতা বজায় থাকবে।
শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টা থেকে রোববার (২০ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন শঙ্কার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে এসব জেলার নদীবন্দরে সতর্ক সংকেতও দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, রোববার সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরএ