সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার আলোচিত মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যার দায়ে রাজিব কুমার ভৌমিককে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২০ এপ্রিল) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩-এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় ঘোষণা করেন।
অতিরিক্ত পিপি হামিদুল ইসলাম দুলাল জানান, রাজিব বর্তমানে পলাতক রয়েছেন। ২০২৪ সালের ৯ ডিসেম্বর তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যান। গ্রেফতার হলেই সাজা কার্যকর হবে।
রাজিব সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ভৌমিক ও প্রমিলা রানী ভৌমিকের ছেলে।
মামলার তদন্তে জানা যায়, ২০২৪ সালের ২৭ জানুয়ারি বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) এবং মেয়ে পারমিতা সরকার তুষিকে (১৫) গলা কেটে হত্যা করেন বিকাশ সরকারের ভাগনে রাজিব। টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় নিহত স্বর্ণা রানীর ভাই সুকমল চন্দ্র সাহা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। পরে ডিবি পুলিশ মোবাইল ফোনে মামা-ভাগনের কথোপকথনের সূত্র ধরে রাজিবকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।
সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় দিয়েছেন।
এসএম/টিএ