জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনের সামনে অস্থায়ী আবাসন সুবিধা নিশ্চিতসহ তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
প্রতক্ষদর্শীরা জানান, রবিবার (২০ এপ্রিল) বিকালে ২০২২-২৩ শিক্ষাবর্ষের আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিউটের শিক্ষার্থী শের আলী কাঁথা-বালিশ নিয়ে অবস্থান কর্মসূচিতে বসেন। পরে আরও কয়েকজন শিক্ষার্থী তার সঙ্গে যোগ দেন।
সরেজমিন দেখা যায়, এই শিক্ষার্থী নিজ বাসা থেকে কাঁথা ও বালিশ নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে সেখানে শুয়ে পড়েন। পরে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচিতে অবস্থান নেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলোর মধ্যে রয়েছে —
১. ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
২. এক সপ্তাহের মধ্যে দুটি হলের কাজ শুরু করতে হবে এবং এক বছরের মধ্যেই শেষ করতে হবে (বাণী ভবন ও হাবিবুর রহমান হল)।
৩. এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।
এবিষয়ে শের আলী বলেন, ‘হল নাই, খাবার নাই, পানি নাই, বিদ্যুৎ নাই গ্যাস নাই। এত কিছু নাই এর মধ্যে কোথায় যাবো আমি। এজন্য কাঁথা-বালিশ নিয়ে এখানে অবস্থান কর্মসূচিতে বসেছি। আমার সঙ্গে কেউ থাকুক কিংবা না থাকুক, আমি একাই তিন দফা দাবি আদায়ে অনড় অবস্থানে আছি। তিন দফা দাবির কোনও দৃশ্যমান কিছু না হলে আমি এখানে এভাবেই অবস্থান করবো।’
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রেজাউল করিম বলেন, ‘কেউ প্রতিবাদ স্বরূপ আন্দোলন করলে তো আমরা বাধা দিতে পারি না। তবে আমরা শিক্ষার্থীদের বোঝাতে চেষ্টা করবো। আমাদের কাজ চলমান আছে। শুরু থেকেই আমরা কাজ করে যাচ্ছি। তাদের এটাও বুঝতে হবে।’
এসএম/টিএ