এবার চীনে আম পাঠাবে বাংলাদেশ, আগামী বছর কাঁঠাল

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে আম পাঠাতে আগ্রহ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের সাম্প্রতিক সফর নিয়ে আয়োজিত এক বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কাছে এ আগ্রহের কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আলোচনায় কৃষি-বাণিজ্য ছিল অগ্রগতির আরেকটি ক্ষেত্র। চলতি মৌসুমে চীনে আম রপ্তানি শুরু করবে বাংলাদেশ। আগামী বছর কাঁঠাল রপ্তানি করা হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি নিজেই প্রেসিডেন্ট শির কাছে এক ঝুড়ি তাজা আম পাঠাব।’

বৈঠকে প্রধান উপদেষ্টা চীনে পাট রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা উত্থাপন করেন এবং লোকোমোটিভ খাতে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানান। তিনি চট্টগ্রাম ও সৈয়দপুরে লোকোমোটিভ তৈরি ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব করেন।

বৈঠকে চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। চীন আশ্বাস দিয়ে জানিয়েছে, চলতি বছরের জুনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নিশ্চিত করে বলেন, নতুন বিনিয়োগের সুযোগ খুঁজে বের করার লক্ষ্যে চীনের বাণিজ্যমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফর করবেন।

বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমরা চীনা বিনিয়োগকারীদের ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি ছোট বিনিয়োগ শীর্ষ সম্মেলন আয়োজন করব।’

প্রধান উপদেষ্টার চীন সফরে প্রস্তাব অনুযায়ী বাংলাদেশে ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি চীনের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে। তারা চট্টগ্রামে বিশেষ বার্ন ইউনিট স্থাপনের কথাও তুলে ধরেন।

চীনা রাষ্ট্রদূত জানান, কুনমিং-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালু করার বিষয়ে অগ্রগতি হচ্ছে এবং বাংলাদেশি রোগীদের জন্য মেডিকেল ভিসা দ্রুত করার চেষ্টা চলছে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুরর রহমান, বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, মন্ত্রিপরিষদ সচিব সিরাজ উদ্দিন মিয়া, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

আরএ

Share this news on:

সর্বশেষ

লুট'পাট করে আ.লীগ নেতারা পালালেও ঋণ চেপেছে জনগনের ঘাড়ে Apr 21, 2025
মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিতে বড় পরিবর্তনের প্রস্তাব Apr 21, 2025
'পালাবো না' বলেও রেড নোটিশের মুখে ওবায়দুল কাদের Apr 21, 2025
জাহিদুলকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতাকে দায়ী করলেন ছাত্রদল সভাপতি Apr 21, 2025
আইএমএফ’র টাকা নিয়ে যা বললেন গভর্নর Apr 21, 2025
এআই দিয়ে নারী রাজনীতিবিদদের অসম্মানিত করার আশঙ্কা রুমিন ফারহানার Apr 21, 2025
বিএনপি-আওয়ামী লীগ একই, এরা তরুণদের বাঁচতে দেবে না: ফরহাদ মজহার Apr 21, 2025
img
বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে রেল সংযোগ প্রকল্প স্থগিত করল ভারত Apr 21, 2025
রাজনীতির মাঠে ফের সক্রিয় আ.লীগ: চলছে গোপন মাস্টারপ্ল্যান Apr 21, 2025
চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন আল জাজিরার সাংবাদিক! Apr 21, 2025