ফরাসি বামপন্থি ২৭ সংসদ সদস্যের ভিসা বাতিল করেছে ইসরাইল
মোজো ডেস্ক 09:24AM, Apr 21, 2025
ইসরাইল, সফর শুরুর দুই দিন আগে, ২৭ জন ফরাসি বামপন্থি সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধির ভিসা বাতিল করেছে। এই সফরের উদ্দেশ্য ছিল ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তির সংস্কৃতি জোরদার করা।
ফরাসি প্রতিনিধি দলটি, যার মধ্যে পরিবেশবাদী এবং কমিউনিস্ট দলের সদস্যরা ছিলেন, ইসরাইলের সিদ্ধান্তকে 'সমষ্টিগত শাস্তি' হিসেবে অভিহিত করেছে। তারা দাবি করেছেন যে, এক মাস আগে অনুমোদিত ভিসা হঠাৎ বাতিল করার পেছনে কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি।
ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের একটি আইনের অধীনে এই পদক্ষেপ নেয়া হয়েছে, যার মাধ্যমে ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করা যায়।
এই সফরটি আয়োজন করেছিল ফরাসি কনসুলেট, এবং সফরের মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি প্রচার ও সহযোগিতা বৃদ্ধি করা।