বাংলাদেশ সেনাবাহিনীর হজ্জ দল-২০২৫ এর প্রাক-প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২০ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন তিনি।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেওয়া সেনাসদস্যরা হজ্জ পালনের ধর্মীয় আচার ও প্রশাসনিক বিষয়গুলো সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা পাচ্ছেন।
হজ্জযাত্রীদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, “হজ্জ মহান আল্লাহ্র পক্ষ থেকে একটি পরম অনুগ্রহ। এটি শুধু ধর্মীয় নয়, আত্মিক পরিশুদ্ধির একটি মহাসুযোগ।” তিনি হজ্জযাত্রীদের সফল, শান্তিপূর্ণ ও নিরাপদ যাত্রার শুভকামনা জানান।
এবার সেনাবাহিনীর ২২৬ জন সদস্য হজ্জে অংশ নিচ্ছেন। তারা দুটি পৃথক ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে।