জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে বৈঠকে অংশ নেয়।
কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৪৭টিতে একমত হয়েছে খেলাফত মজলিস। ১৫টি প্রস্তাবে দ্বিমত এবং ৪টিতে আংশিক মতপার্থক্য রয়েছে বলে জানান ইউসুফ আশরাফ।
তিনি বলেন, “সংবিধানের মূল নীতিতে বহুত্ববাদ শব্দের পরিবর্তে ‘বহু মত’ ব্যবহারের প্রস্তাব দিয়েছি।” প্রাদেশিক সরকার গঠনের বিষয়েও দলটি আপত্তি জানায়।
স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে খেলাফত মজলিস।
নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরে ইউসুফ আশরাফ বলেন, “যারা ফ্যাসিস্ট শাসনের জন্য দায়ী, তাদের বিচার এবং নির্বাচনী সংস্কার দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যেতে চাই না।”
এছাড়া নাগরিক কমিটিতে শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির বিরোধিতা করে তিনি জানান, এতে তাদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটতে পারে।