উত্তরায় নকশা না মানা নির্মাণাধীন ভবনের অংশ ভেঙে দিচ্ছে রাজউক

উত্তরায় নকশা না মানা নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে নকশা না মেনে যেসব নির্মাণাধীন ভবন নকশার বাইরে স্থাপনা নির্মাণের চেষ্টা করছে, সে অংশগুলো ভেঙে দিচ্ছে রাজউক।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টর সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হচ্ছে। এরপর উত্তরা সংলগ্ন রানাভোলা এলাকার প্রধান সড়কেও অভিযান পরিচালিত হবে।

অভিযানে অংশ নেওয়া রাজউকের উপ-পরিচালক লিটন সরকার বলেন, আমরা এই এলাকায় অভিযান পরিচালনা করছি। এখানে প্রথমে দেখা হচ্ছে নির্মাণাধীন ভবনগুলো নকশা মেনে কাজ করছে কিনা। সেখানে যদি দেখা যাচ্ছে তারা নকশা বহির্ভূত অংশেও স্থাপনা নির্মাণের কাজ করছে, সেগুলো আমরা ভেঙে দিচ্ছি, পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি। এরইমধ্যে আমরা বেশ কয়েকটি ভবনে এমন অভিযান পরিচালনা করছি। এটি আমাদের নিয়মিত অভিযান, এখানে রাস্তার জায়গা না রেখে বা দখল করে ভবন নির্মাণ হলে আমারা সেই অংশও ভেঙে দিচ্ছি।

রাজউকের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মারুফ বলেন, আজ রাজউক ২টি এলাকায় অভিযান পরিচালনা করছে।

তিনি বলেন, রানাভোলা প্রধান সড়ক ও উত্তরার ১০ নং সেক্টর সংলগ্ন এলাকায় রাজউকের অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার, অথরাইজড অফিসার প্রকৌশলী আবিল আয়াম, সহকারী অথরাইজড অফিসার মো. ইলিয়াছ মিয়া, ইমারত পরিদর্শক রয়েছেন মুরাদ হোসেন।

এর আগে রোববার বনশ্রীতে রাজউকের জোন ৬ ও জোন ৮ এর আওতাধীন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে রাজউক। এ সময় সর্বমোট ৭ লাখ টাকা জরিমানা ও ১৬টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকারের নেতৃত্বে রাজউক এর জোন ৬/১ এর আওতাধীন দক্ষিণ বনশ্রী, খিলগাঁও এলাকায় সর্বমোট ১৫টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ১২টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং রাজউকের অনুমোদিত নকশার থেকে ব্যত্যয় করা অংশ অপসারণ করা হয়। ভবনগুলোর মালিকদের সর্বমোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবন মালিকদের কাছে থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে অঙ্গীকারনামা আদায় করা হয়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ডিসেম্বরের মধ্যে ভোট চায় জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টি Apr 21, 2025
img
মৌলভীবাজারে বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের ৩ বাচ্চা উদ্ধার Apr 21, 2025
img
চলে গেলেন পোপ ফ্রান্সিস, এখন নতুন পোপ নির্বাচন করা হবে যেভাবে Apr 21, 2025
img
কক্সবাজারে গিয়ে ৬ তরুণ নিখোঁজ Apr 21, 2025
img
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ Apr 21, 2025
img
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময় Apr 21, 2025
img
ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা ঘুষ দাবি, ভুয়া এনএসআই কর্মকর্তা আটক Apr 21, 2025
img
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার Apr 21, 2025
img
অসুস্থ অভিনেত্রী ববিতা Apr 21, 2025
img
ভারতে মাওবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে প্রাণ গেল অন্তত ৮ জনের Apr 21, 2025