গাজীপুরে শ্রমিক বিক্ষোভের পর ৬ কারখানায় ছুটি, একটি বন্ধ

গাজীপুরের কোনাবাড়ী শিল্পাঞ্চলে তুসুকা গ্রুপের ছয়টিসহ ৯ কারখানায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

সোমবার (২১ এপ্রিল) আন্দোলনের মুখে তুসুকা গ্রুপের ছয় প্রতিষ্ঠানে তিন দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। লাইফ টেক্সটাইল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে তারা।

সরকারি ঘোষণা অনুযায়ী গ্রেডিং, চাকরিচ্যুতির প্রতিবাদ, শ্রমিক ছাঁটাই বন্ধসহ নানা দাবিতে এই বিক্ষোভ করেন শ্রমিকরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কাঠামো অনুযায়ী শতভাগ গ্রেডিং বাস্তবায়ন, শ্রমিক ছাঁটাই বন্ধ, বাৎসরিক বনভোজন আয়োজন, স্বজনপ্রীতি বন্ধ, ঈদের ছুটিকে জেনারেল ছুটি হিসেবে না খাটানো, চাকরির মেয়াদ অনুযায়ী ছুটির অর্থ পরিশোধসহ কয়েক দফা দাবিতে তারা শনিবার থেকে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি চলছে।

তারা আরো জানায়, সোমবার সকালে শ্রমিকরা প্রবেশ করতে এসে কারখানার গেট বন্ধ এবং তিন দিনের সাধারণ ছুটির নোটিশ দেখতে পায়। এতে তারা ক্ষুব্ধ হয়ে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন। শ্রমিকরা সড়কে অবস্থান নিতে চাইলে পুলিশ সরিয়ে দেয়।

তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান বলেন, শনিবার বিকেলেই শ্রমিকদের সম্পূর্ণ দাবি-দাওয়া মেনে নিয়ে নোটিশ দেওয়া হয়। কিন্তু তা না মেনে শ্রমিকরা রবিবারও কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা কর্মকর্তা-কর্মচারীদের ওপর চড়াও হন এবং মারধর শুরু করে। এতে পাঁচজন আহত হন।

তাদের মধ্যে সেম্পলম্যান জাবেদ আলীকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, পরিস্থিতি বিবেচনায় রাতেই সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের জন্য তুসুকা জিন্স, তুসুকা ট্রাউজার্স, তুসুকা ডেনিম, তুসুকা প্রসেসিং, তুসুকা ওয়াশিং এবং তুসুকা প্যাকেজিংয়ে সব কর্মকর্তা-কর্মচারী শ্রমিকদের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে কারখানাগুলো খোলা থাকবে।

এদিকে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ এবং পুনর্বহাল দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন কোনাবাড়ির এমএম নিটওয়্যার এবং বাইমাইল এলাকার হর্নবিল নিটিংয়ের শ্রমিকরা।

এমএম নিটওয়্যারের শ্রমিকরা বলেন, কর্তৃপক্ষ ২৫০ জন শ্রমিককে চাকুরিচ্যুতির সিদ্ধান্ত নিয়েছে।

ছাঁটাই বন্ধের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। তা ছাড়া বিসিকের লাইফ টেক্সটাইলের শ্রমিকরা অতিরিক্ত সুবিধা দাবি করে বিক্ষোভ শুরু করেন। এ ঘটনায় কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। 

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, এমএম নিটওয়্যার এবং হর্নবিল নিটিং কারখানার শ্রমিকরা ছাঁটাই বন্ধ, এবং চাকুরিচ্যুতদের পুনর্বহাল দাবিতে বিক্ষোভ করেন। পুলিশ মালিক পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা দুপুরে বাসায় ফিরে যান।

তিনি আরো জানান, রবিবারের হামলা ও কর্মকর্তাদের আহত করার প্রেক্ষিতে সুষ্ঠু পরিবেশ না থাকায় তুসুকা গ্রুপের প্রতিষ্ঠানগুলো তিন দিনের জন্য বন্ধের কথা পুলিশকে অবহিত করেছে। কোথাও কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। সব কারখানার সামনেই পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
প্রবাসীদের ঠিকানায় আগামী সপ্তাহেই যাচ্ছে পোস্টাল ব্যালট Nov 27, 2025
img
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির স্বজন আটক Nov 27, 2025
img

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রেস সচিব

আসল কাজ না করে ধান্দা ছিল ‘মাদার অব হিউমেনিটি’ সেল করার Nov 27, 2025
img
পরিবেশ সংকট মোকাবেলায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ঐক্যের আহ্বান রিজওয়ানা হাসানের Nov 27, 2025
img
বৃহস্পতিবারের ভূকম্পনটি ছিল ‘আফটারশক’ : আবহাওয়াবিদ Nov 27, 2025
img
বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার Nov 27, 2025
img
দেশের নারী সমাজ বিএনপির প্রতি আস্থাশীল : সেলিমা রহমান Nov 27, 2025
img

সচিবালয়ে এলজিআরডি উপদেষ্টা

আসিফ-মাহফুজের পাশাপাশি ভোটের লড়াইয়ে দেখা যেতে পারে অন্য উপদেষ্টাদেরও Nov 27, 2025
img
জকসু নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে ছাত্রদল, অভিযোগ শিবিরের Nov 27, 2025
img
বিএনপিই একমাত্র দল যার রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা আছে : নজরুল ইসলাম Nov 27, 2025
img
দেশের ১১ জেলায় ৪৪টি নতুন পাবলিক লাইব্রেরি উদ্বোধন Nov 27, 2025
img
সরাসরি চুক্তিতে নোয়াখালী এক্সপ্রেসে সৌম্য-হাসান Nov 27, 2025
img
আমার শরীর, আমার সম্পদ, পোশাককে দোষ দেবেন না: ঐশ্বরিয়া Nov 27, 2025
img
ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি Nov 27, 2025
img
আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ Nov 27, 2025
img
বাউলশিল্পীদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের বিবৃতি Nov 27, 2025
img
নির্বাচন কোথা থেকে করব, সেই ঘোষণা এখনও দিইনি : আসিফ মাহমুদ Nov 27, 2025
img
‘নিঃশব্দ’-এ অমিতাভ-জিয়ার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সাফাই, ভুল স্বীকার রামগোপালের Nov 27, 2025
img
মির্জা ফখরুলের বাউলের পক্ষ নেওয়া ইস্যুতে ওলামা দল নেতার পদত্যাগ Nov 27, 2025
img
৫৪ বছর পরে যে সুযোগ এসেছে তা সম্মিলিতভাবে কাজে লাগাতে হবে : চরমোনাই পীর Nov 27, 2025