দলীয় শৃঙ্খলা ভঙ্গ : ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়কের পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুরের ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদারের দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি। সোমবার (২১ এপ্রিল) রাতে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান ওরফে লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার দলীয় পদ স্থগিত করা হয়।

ভান্ডারিয়া উপজেলায় তাফসির মাহফিলে প্রধান অতিথি করা হয় উপজেলা বিএনপির আহবায়ক আহম্মেদ সোহেল মঞ্জর সুমন। ওই ঘটনার পর আব্দুল মান্নানের নেতৃত্বে সোমবার সকালে উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তার আগে মাহফিলের প্রধান অতিথি নিয়ে আপত্তি তোলেন আব্দুল মান্নান। এমনকি এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে আপত্তি তোলেন। দুটি ঘটনাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বলে জেলা বিএনপি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।

ওই নোটিশে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে আব্দুল মান্নানের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় তার পৌর বিএনপির আহবায়কের পদ সাময়িক স্থগিত করা হলো।

একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির, আবু বক্কর সিদ্দিক বাদল ও সরদার কামরুজ্জামান চাঁন। তদন্ত কমিটিকে চিঠি পাওয়ার পাঁচ দিনের মধ্যে জেলা বিএনপি বরাবরে প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার  বলেন, পতিত সরকারের নেতাকর্মীদের নিয়ে মাহফিল আয়োজন কমিটি গঠন করা হয়েছিল।
আমি সরাসরি এই ঘটনার প্রতিকার করেছি। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি আরো বলেন, কেন্দ্র ছাড়া জেলা বিএনপি আমার সদস্যপদ স্থগিত করার ক্ষমতা রাখে না। এমনকি পদ স্থগিতের আগে আমাকে কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়া হয়নি।

জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন  বলেন, পৌর বিএনপির দায়িত্বশীল পদে থেকে এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে।

এই কারণে তার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গঠনতন্তের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে মৌখিকভাবে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই প্রতিবেদনে তিনি অভিযুক্ত প্রমাণিত না হলে তিনি আবার স্বপদে ফিরবেন।

ভান্ডরিয়া বন্দর তাফসির ময়দানে ৬৯তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে দীর্ঘদিনের পরিচালনা কমিটি বাতিলের দাবিতে গত ১৭ এপ্রিল উপজেলা বিএনপির এক গ্রুপের দাবির প্রেক্ষিতে নতুন প্রধান অতিথি ও সভাপতি প্রদান করেন ইউএনও। সেই কমিটি বাতিলের দাবিতে উপজেলা বিএনপির অপর আর এক গ্রুপ গত তিন দিন বিক্ষোভ মিছিলের শেষ পর্যায়ে সোমবার দুপুরে ইউএনও অফিস কার্যালয়ে তাদের দাবিসমূহ সম্বলিত স্মারকলিপি জমা দেন। কাল মঙ্গলবার মাহফিল অনুষ্ঠিত হবে।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি চালানো যুবলীগ নেতা গ্রেফতার Apr 22, 2025
img
পাবনায় বিদেশি অস্ত্রসহ আটক ৪ Apr 22, 2025
img
বিএনপি ৩১ দফায় নারীদের দায়িত্বশীলতা বৃদ্ধির কথা এড়িয়ে গেছে Apr 22, 2025
img
এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড Apr 22, 2025
img
দলীয় শৃঙ্খলা ভঙ্গ : ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়কের পদ স্থগিত Apr 22, 2025
img
বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ : অভিযুক্ত গ্রেফতার Apr 22, 2025
img
পতাকা বৈঠকের পর বাংলাদেশি কিশোরকে ফেরত দিল বিএসএফ Apr 22, 2025
img
বেহাত বিপ্লবের মূল্য জীবন দিয়ে দিতে হতে পারে : হাসনাত Apr 22, 2025
img
যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় আগ্রহ পুতিনের Apr 22, 2025
img
পোপের মৃত্যুতে ইতালির শীর্ষ লিগের ম্যাচ স্থগিত Apr 22, 2025