দলীয় শৃঙ্খলা ভঙ্গ : ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়কের পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুরের ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদারের দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি। সোমবার (২১ এপ্রিল) রাতে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান ওরফে লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার দলীয় পদ স্থগিত করা হয়।

ভান্ডারিয়া উপজেলায় তাফসির মাহফিলে প্রধান অতিথি করা হয় উপজেলা বিএনপির আহবায়ক আহম্মেদ সোহেল মঞ্জর সুমন। ওই ঘটনার পর আব্দুল মান্নানের নেতৃত্বে সোমবার সকালে উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তার আগে মাহফিলের প্রধান অতিথি নিয়ে আপত্তি তোলেন আব্দুল মান্নান। এমনকি এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে আপত্তি তোলেন। দুটি ঘটনাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বলে জেলা বিএনপি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।

ওই নোটিশে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে আব্দুল মান্নানের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় তার পৌর বিএনপির আহবায়কের পদ সাময়িক স্থগিত করা হলো।

একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির, আবু বক্কর সিদ্দিক বাদল ও সরদার কামরুজ্জামান চাঁন। তদন্ত কমিটিকে চিঠি পাওয়ার পাঁচ দিনের মধ্যে জেলা বিএনপি বরাবরে প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার  বলেন, পতিত সরকারের নেতাকর্মীদের নিয়ে মাহফিল আয়োজন কমিটি গঠন করা হয়েছিল।
আমি সরাসরি এই ঘটনার প্রতিকার করেছি। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি আরো বলেন, কেন্দ্র ছাড়া জেলা বিএনপি আমার সদস্যপদ স্থগিত করার ক্ষমতা রাখে না। এমনকি পদ স্থগিতের আগে আমাকে কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়া হয়নি।

জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন  বলেন, পৌর বিএনপির দায়িত্বশীল পদে থেকে এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে।

এই কারণে তার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গঠনতন্তের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে মৌখিকভাবে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই প্রতিবেদনে তিনি অভিযুক্ত প্রমাণিত না হলে তিনি আবার স্বপদে ফিরবেন।

ভান্ডরিয়া বন্দর তাফসির ময়দানে ৬৯তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে দীর্ঘদিনের পরিচালনা কমিটি বাতিলের দাবিতে গত ১৭ এপ্রিল উপজেলা বিএনপির এক গ্রুপের দাবির প্রেক্ষিতে নতুন প্রধান অতিথি ও সভাপতি প্রদান করেন ইউএনও। সেই কমিটি বাতিলের দাবিতে উপজেলা বিএনপির অপর আর এক গ্রুপ গত তিন দিন বিক্ষোভ মিছিলের শেষ পর্যায়ে সোমবার দুপুরে ইউএনও অফিস কার্যালয়ে তাদের দাবিসমূহ সম্বলিত স্মারকলিপি জমা দেন। কাল মঙ্গলবার মাহফিল অনুষ্ঠিত হবে।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর লাহোর, ঢাকার অবস্থান ২৩তম Nov 03, 2025
img
৩ নভেম্বর: ইতিহাসের এই দিনে কী ঘটেছিল Nov 03, 2025
img
হাবিবুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ Nov 03, 2025
img
৫২তে পা রাখলেন অভিনেত্রী মৌসুমী মৌসুমী,ফেরা হয়নি দেশে Nov 03, 2025
img
জেনে নিন আজ দেশে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Nov 03, 2025
img
আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন ডাকলেন প্রধান উপদেষ্টা Nov 03, 2025
img
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪ Nov 03, 2025
img
গোপনে মাস্ককে ২০০ কোটি ডলারের প্রতিরক্ষা প্রকল্প দিলেন ট্রাম্প Nov 03, 2025
img
আফগানিস্তানে ফের ভূমিকম্প Nov 03, 2025
হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণ/হত্যাকে সমর্থন করছে ভারত: এনসিপি Nov 03, 2025
অবশেষে শাপলা কলিতেই রাজি এনসিপি Nov 03, 2025
বিএনপিকে নিয়ে যে মন্তব্য করলেন মাসুদ কামাল Nov 03, 2025
ড. মোহাম্মদ ইউনুস কে আদেশ জারি করতে হবে: হাসনাত। Nov 03, 2025
কেন সালমান শাহর মৃত্যুর তিন দিন পর আসেন ডন ? Nov 03, 2025
মায়ের আশীর্বাদ ছাড়া এই জায়গায় আসতে পারতাম না: কাজল Nov 03, 2025
এবার ১৯ বছরের ছোট, হীরা ব্যবসায়ীর প্রেমে মজলেন মালাইকা Nov 03, 2025
img
প্রবাসীদের ভোটাধিকার দেওয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ Nov 03, 2025
img
ট্রাম্পের সামরিক পদক্ষেপের জবাব দিলো নাইজেরিয়া Nov 03, 2025
img
যখন সাংবাদিকদের চুপ করানো হয়, তখন সবার কণ্ঠ থেমে যায় : জাতিসংঘ মহাসচিব Nov 03, 2025
img
শীতের আগমন নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস Nov 03, 2025