জেনে নিন আজকের রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২২ এপ্রিল, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): সময় ভালো কাটবে। কোনো খবর আপনার মনে প্রশান্তি এনে দেবে।আয়ের নতুন উৎস পেতে পারেন। বন্ধুর সহযোগিতায় কাজের অগ্রগতি হবে। কাছের মানুষদের সুন্দর অনুভূতি প্রদর্শন করুন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে): কোনো পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন।কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। ব্যবসার ক্ষেত্রে অর্থের জোগান ভালো হবে। আপনার দৃঢ়তা ও বিশ্বস্ততা অন্যের দৃষ্টি আকর্ষণ করবে। নিজেকে চাপমুক্ত রাখুন।

মিথুন (২১ মে-২০ জুন): কর্মক্ষেত্রে উন্নতির যোগ। দিনটি আনন্দের মধ্যে কাটবে। বিদেশ থেকে শুভ সংবাদ পেতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। নির্ধারিত সময়ে কাজ শেষ করুন।পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই): ভালো কোনো কাজের আশ্বাস পেতে পারেন। কারো অসুস্থতায় কিছুটা উদ্বেগ থাকতে পারে। মুড ও স্থীতিহীন ভাবাবেগ ক্ষতির কারণ হতে পারে। কাজে বাধা এলেও দীর্ঘস্থায়ী হবে না। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। সম্মিলিত কাজে অগ্রগতির সম্ভবনা। বন্ধুস্থানীয় ব্যক্তির সাহচার্য আনন্দ দেবে। নতুন পরিকল্পনা মাথায় আসবে। উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): সম্ভাবনাময় কিছু কাজ নিয়ে ভাবতে পারেন। বেকারদের চাকরিসংক্রান্ত কাজে অগ্রগতি হবে। প্রত্যাশিত কাজে বাধা এলে বুদ্ধিবলে তা অতিক্রম করতে হবে। ধীরগতিতে চলা কাজে গতি বাড়াতে হবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): শুভকোনো পরিবর্তন হতে পারে। কঠিন কোনো কাজ অনেক সহজ মনে হবে। প্রিয়জনের সমস্যায় কাছে থাকতে হবে। ভালো সময়কে কাজে লাগিয়ে লাভবান হতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): ব্যক্তিগত কাজে সক্রিয় থাকতে পারেন। প্রিয় মানুষকে কাছে পেতে পারেন। নতুন পরিকল্পনার অগ্রগতি হবে। দৈনন্দিন কাজকর্মে সাফল্য ও সুনাম বজায় থাকবে। বুদ্ধিমত্তার সঙ্গে সময় ও সুযোগের সদ্ব্যবহার করুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): ভালো কোনো কাজের আশ্বাস পেতে পারেন। শুভযোগাযোগে ভালো কিছু হতে পারে। অর্থ উপার্জনের সুযোগ বাড়বে। অসমাপ্ত কাজ অনেকটা শেষ হবে। ইতিবাচক মনোভাবে সুফল পাবেন। যোগাযোগ ও ভ্রমণ শুভ।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): নতুন কাজের অগ্রগতি হবে। আর্থিকভাবে লাভবান হতে পারেন। ব্যবসায় পুরনো জট খুলবে। বন্ধুর পরামর্শ কাজে লাগবে। নতুন চিন্তাধারায় আকৃষ্ট হতে পারেন। পরিকল্পনার বাইরে কিছু করবেন না।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কোনো পরিকল্পনা বিলম্বিত হতে পারে। কাজে ভুল হওয়ার আশঙ্কা। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। কোনো কিছু নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিতর্ক এড়িয়ে চলুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কোনো খবর উৎসাহিত করবে। গুরুত্বপূর্ণ কাজে গতি আসবে। নতুন যোগাযোগ অর্থাগমের পথ দেখাবে। কর্মক্ষেত্রে বাধা সত্ত্বেও আপনি নির্ধারিত কাজগুলোতে সফল হবেন। নিরাপত্তাহীনতায় ভুগবেন না।

এফপি 

Share this news on: