নোয়াখালীর সোনাইমুড়ীতে শ্রুতিলেখকের আড়ালে জালিয়াতি করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার এ অভিযান পরিচালনা করেন।
বহিষ্কৃত কোহিনুর আক্তার নাফিসা সোনাইমুড়ী উপজেলার রজবপুর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তিনি সোমবার গণিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।
জানা যায়, প্রতিবন্ধী ব্যক্তিরা শ্রুতি লেখক পেয়ে থাকেন এমন নিয়ম থাকায় কোহিনুর আক্তার নাফিসা এসএসসি পরীক্ষায় শ্রুতিলেখক পান। কিন্তু সোমবার (২২ এপ্রিল) গণিত পরীক্ষা চলাকালীন নাফিসা কোনো কথা না বললেও শ্রুতিলেখক কেবল লিখেই যাচ্ছিলেন। সোমবার (২২ এপ্রিল) দুপুরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার জালিয়াতি হাতেনাতে ধরেন এবং নাফিসাকে বহিষ্কার করেন।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার বলেন, শ্রুতিলেখক শুনে শুনে লিখবেন কিন্তু নাফিসার বেলায় সেটি ঘটেনি। উল্টো যে শ্রুতিলেখক ছিল সে অসদুপায় অবলম্বন করেন। বিষয়টি হাতেনাতে ধরে শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এফপি