বরিশালের আগৈলঝাড়ায় কালবৈশাখী ঝড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার রত্নপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রত্নপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত শহীদুল হাওলাদার (৫০) ওই গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। স্থানীয়র জানান, শহীদুল হাওলাদার পানের বরজে কাজ করতে ছিলেন। সোমবার বেলা ১২টার দিকে কালবৈশাখীর ঝড়ে একটি গাছ ভেঙ্গে পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে শহীদুলের মৃত্যু হয়েছে।
আরআর/টিএ