ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যে রাজনীতি মায়ের বুক খালি করে সে রাজনীতি আমরা চাই না। রাজনীতি যদি করতে হয়, ক্যাম্পাসের বাইরে গিয়ে রাজনীতি করেন। রাজনীতিতে একটা সহমর্মিতা বজায় রাখেন। আমরা এই রাজনীতির দুর্বৃত্তায়নের পরিবর্তন করতে চাই। কিন্তু আমাদের সময় কম।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। আগের জমানায় ছাত্র দেখলে মানুষ সমীহ করত। এখন ছাত্র দেখলে গুণীজনরা এড়িয়ে যান। কারণ তারা সঠিক সম্মান পাবেন না। এটা লেজুড়বৃত্তিক রাজনীতির দুর্বৃত্তায়ন। পৃথিবীর কোনো দেশে এমনটা নেই।
সোমবার (২১ এপ্রিল) রাত ৮টায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের কামালপুর গ্রামে আল হেরা জামেয়া ইসলামিয়া একাডেমির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সব দেশে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ক্লাসের সময় সুনসান নীরবতার মধ্য দিয়ে ক্লাস করে। আমাদের দেশে ক্লাসের সময় শিক্ষার্থীরা ক্যান্টিনে বসে আড্ডা দেয়। শিক্ষাপ্রতিষ্ঠান এখন শিক্ষার্থীদের শিষ্টাচার, ভদ্রতা, নৈতিকতা শিক্ষা দেয় না। আমাদের দুর্ভাগ্য রাজনীতির দুর্বৃত্তায়নে শিক্ষাব্যবস্থা বন্দি। আমরা কথায় কথায় মানুষ মেরে ফেলি।কারো প্রতি কারো সহমর্মিতা নেই।
তিনি বলেন, এ দেশের ক্ষমতার চেয়ারে যে বসে সে সবকিছু লুটেপুটে খেতে চায়। দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশে বাড়ি করে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই।
উপদেষ্টা বলেন, নৈতিক শিক্ষা এখন কেবল মাদ্রাসা থেকেই পাওয়া যায়। মাদ্রাসা অঙ্গনে ইয়াবা খায় না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে নেশা করা হয়। মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত তারা অপরাধের সঙ্গে জড়িত কম হয়। এ জন্য যুগের সঙ্গে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষায়ও আধুনিকায়ন আনা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুয়েটের সাবেক সহকারী অধ্যাপক ও একাডেমির ট্রাস্টি প্রকৌশলী ড. আবুল খয়ের। একাডেমির পরিচালনা কমিটির সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও একাডেমি প্রধান মাওলানা আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুনতাসীর আলী, লাউয়াই মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা রওনক আহমদ, জামেয়া মোহাম্মদীয়ার বাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান, উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হাসান মানিক, মাদ্রাসা শিক্ষক মাওলানা ওলিউর রহমান, ক্যামব্রিয়ান কলেজের পরিচালক শাহিন আহমদ রাজু, মাদ্রাসা শিক্ষক মাওলানা মুফতি শিহাব উদ্দিন, হাফিজ মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা হাসান বিন ফাহিম, সংগঠক ময়নুল হক জানু মিয়া। ভার্চুয়ালী স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা রুহুল আমিন দিলোয়ার।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী এহসান বিন সিদ্দিক। অনুষ্ঠান শেষে মোনাজাত করেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
এসএম/টিএ