আজ মঙ্গলবার মানকি ক্যাপ ও হেলমেট পরে মাগুরায় আ.লীগের একটি ঝটিকা মিছিল হতে দেখা গেছে।
এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু', 'শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই', 'শেখ হাসিনার ঘাঁটি, মাগুরার মাটি', 'শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে' ইত্যাদি নানা স্লোগান দেয়।
আরআর/টিএ