সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশি প্রবাসীর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় সোমবার ভোরে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী মো. মিজানুর রহমান (৪৮) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির বড় ছেলে।

মিজানের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। নিহতের চাচাতো ভাই মানিক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মানিক সৌদি আরবে নিহত মিজানের কাছেই থাকেন। তিনি জানান, প্রতিদিনের মতো সোমবার রাত আনুমানিক ২টার দিকে আমার জেঠাতো ভাই মিজান মালামাল লোড করে গাড়ি নিয়ে ফেরার পথে হঠাৎ একটি দ্রুতগতির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিক আরও বলেন, খবর পেয়ে ভোরে আমরা হাসপাতালে এসে দেখি ভাই আর বেঁচে নাই। এখন লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মিজান গত ২২ বছর ধরে সৌদি আরবের আবহা শহরে ছিলেন। তিনি নিজস্ব একটি পণ্যবাহী গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আড়ত থেকে সবজি সংগ্রহ করে খুচরা বাজারে সরবরাহ করতেন। অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন তিনি।

মিজানের আরেক চাচাতো ভাই পারভেজ জানান, মিজান পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড় ছিলেন। তিনি সর্বশেষ ২০২৩ সালের শেষ দিকে দেশে ছুটিতে এসেছিলেন।
মিজানের মেয়ে জেরিন (২৩) বিবাহিত এবং ছেলে সামির (১৭) এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, ‘সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমানের মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। লাশ দেশে আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা করা হবে।’

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ঘরের মাঠেও অনার্স বোর্ড চান মিরাজ Apr 22, 2025
img
বিয়ের আগেই কার সন্তানের মা হতে চলেছেন উরফি জাভেদ! Apr 22, 2025
img
লিঙ্গ পরিবর্তনের পর দেশে ফিরে সরফরাজ়ের সঙ্গে সময় কাটালেন অনয়া বাঙ্গার Apr 22, 2025
img
বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার : প্রেস সচিব Apr 22, 2025
img
কেমন ছিল জীবনে প্রথমবার নগ্ন হওয়ার অভিজ্ঞতা! জানালেন টাইটানিক খ্যাত কেট উইন্সলেট Apr 22, 2025
img
চাকরিহারাদের কর্মস্থলে ফেরার আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের Apr 22, 2025
img
খেলার জগতের ‘অস্কার’ জিতলেন লামিন ইয়ামাল Apr 22, 2025
img
চীনের হাইড্রোজেন বোমার সফল উৎক্ষেপণ, তাইওয়ান-যুক্তরাষ্ট্রে টানটান উত্তেজনা Apr 22, 2025
img
৮ মাসেও এটিএম আজহারের শুনানি না হওয়ায় বিস্মিত ও ব্যথিত জামায়াত Apr 22, 2025
img
কেন কখনো অভিনয়ে গেলেন না অমিতাভ-কন্যা শ্বেতা? Apr 22, 2025