পাওয়া গেল পলকের সেই ‘সোয়েটার’

কারাগারে নিজের দুটি সোয়েটার হারিয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দাবি করেছিলেন, জামা-কাপড় না থাকায় আগামী শীতে অসুবিধায় পড়তে হবে তাকে।

সোমবার (২১ এপ্রিল) আদালতে দাঁড়িয়েই এই অভিযোগ তোলেন তিনি। তবে বিষয়টি অনুসন্ধান করে বিকেলেই কারা কর্তৃপক্ষ জানায়, হারিয়ে যায়নি। সোয়েটারসহ অন্যান্য শীতের কাপড় কারাগারের স্টোররুমেই পাওয়া গেছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘পলকের জামাকাপড় একটি ব্যাগে রাখা ছিল। মালিক চিহ্নিত না হওয়ায় সেটি ফের স্টোরে রাখা হয়।’

জানা যায়, সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে সাক্ষাৎ করতে গেলে, পলক নিজের কিছু শীতের কাপড় নিরাপত্তারক্ষীর কাছে স্ত্রীর হাতে দেওয়ার জন্য দেন। পরে অসাবধানতাবশত ব্যাগটি পড়ে থাকে। সেদিন সাক্ষাৎ শেষে কারা রক্ষীরা ব্যাগটি পড়ে থাকতে দেখে তা স্টোররুমে রেখে দেয়।

তবে আদালতে অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে কারা তত্ত্বাবধায়ক বলেন, ‘আলোচনায় থাকার জন্য জুনাইদ আহমেদ পলক উদ্ভট সব দাবি করে থাকেন। সোয়েটার হারানোর অভিযোগ তারই একটি উদাহরণ। কারাগারে বন্দীর কোনো মালামাল হারানোর সুযোগ নেই।’

এদিকে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন গণমাধ্যমে দাবি করেন, তার মক্কেল ডিভিশনের সুযোগ পাচ্ছেন না। কিন্তু কারা তত্ত্বাবধায়ক বলেন, ‘পলক প্রথম শ্রেণির কারাবন্দী হিসেবে জেলকোড অনুযায়ী সব সুযোগ-সুবিধাই পাচ্ছেন। তার আইনজীবীর বক্তব্য সঠিক নয়।’

উল্লেখ্য, গত বছরের ১৪ আগস্ট গ্রেফতার হন জুনাইদ আহমেদ পলক। তার বিরুদ্ধে ছয়টি মামলায় মোট ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এছাড়া সোমবার বিভিন্ন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, আইনজীবী তুরিন আফরোজ এবং পলককে গ্রেফতার দেখানো হয়েছে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
৮ মাসেও এটিএম আজহারের শুনানি না হওয়ায় বিস্মিত ও ব্যথিত জামায়াত Apr 22, 2025
img
কেন কখনো অভিনয়ে গেলেন না অমিতাভ-কন্যা শ্বেতা? Apr 22, 2025
img
তবে কি বিয়ে করবেন বলেই পুরনো বাড়ি ছেড়ে নতুন বাংলো কিনলেন আমির? Apr 22, 2025
img
জন্মহার বাড়াতে স্কলারশিপে সংরক্ষণ, নগদ প্রণোদনার ভাবনা ট্রাম্প প্রশাসনের Apr 22, 2025
img
অর্থ আত্মসাতের মামলায় ফাঁসলেন মহেশ বাবু Apr 22, 2025
img
‘ভুল সবই ভুল’ নিয়ে ফের মাত করলেন অপূর্ব-সাবিলা Apr 22, 2025
img
শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিলের বিষয়ে ভাবছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি Apr 22, 2025
img
চীন-আমেরিকা দ্বন্দ্বে ফায়দায় ভারত! Apr 22, 2025
img
আবারও পশ্চিমবঙ্গে পরিত্যক্ত ট্রলিব্যাগ থেকে তরুণীর মরদেহ উদ্ধার Apr 22, 2025
img
ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় ভারতে গ্রেফতার ৭ Apr 22, 2025