আমিরের জীবনে যে কিরণ রাওয়ের পর নতুন প্রেম এসেছে তা আর নতুন খবর নয়। বেঙ্গালুরুর গৌরীই যে আমিরের তৃতীয় স্ত্রী হওয়ার তালিকায় নাম লিখিয়েছে, সেও সবার জানা।
তবে এবার নতুন খবর হল, হুট করেই আমির ছেড়ে দিলেন তার পুরনো পালি হিলের বাড়ি! সূত্রের খবর পুরনো বাড়ি ছেড়ে মুম্বইয়েই ৯ কোটির বাংলো কিনেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট!
ক্য়ারিয়ারের শুরুর একেবারে প্রথম থেকেই মুম্বইয়ের পালি হিলের বাংলোতে থাকতেন আমির। এমনকী, আমিরের প্রাক্তন দুই স্ত্রী রিনা ও কিরণও এই বাড়িতে প্রথম এসে উঠেছিলেন। পালি হিলের এই বাড়িটি আমিরের খুবই পছন্দের। তাই জীবনে নানা ওঠাপড়া চললেও, এই বাড়িটি ছাড়েননি আমির।
সূত্রের খবর, পুরনো বাড়িকে পুর্ননির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন আমির। আর সেই কারণেই নতুন অ্য়াপার্টমেন্টে নতুন ভাবে সংসার পাতা।
তবে গুঞ্জন পাড়ায় রটেছে, আমির নাকি খুব শীঘ্রই গৌরীকে বিয়ে করবেন। আর গৌরীকে নতুন অ্য়াপার্টমেন্টেই নিয়ে যেতে চান। শুধু তাই নয়, তৃতীয় বিয়ের আসর নাকি পালি হিলসের বাড়িতেই বসাতে চান। সেই কারণেই নতুন করে সাজানোর প্ল্যান আমিরের। জানা গেছে, আগামী বছরের প্রথমেই গৌরীর সঙ্গে বিয়ের বন্ধনে জড়াবেন আমির।
এসএম/টিএ