৪ ঘণ্টার সংঘর্ষ শেষে সায়েন্সল্যাবে পরিস্থিতি স্বাভাবিক
মোজো ডেস্ক 04:49PM, Apr 22, 2025
ঢাকার সায়েন্সল্যাব এলাকায় টানা চার ঘণ্টার উত্তেজনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর বিকেল ৪টার দিকে মিরপুর সড়কে আবারও যান চলাচল শুরু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৪৫ মিনিটে দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ও কলেজ কর্তৃপক্ষ একাধিকবার হস্তক্ষেপ করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, সোমবার ঢাকা কলেজের এক শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকায় মারধরের শিকার হন। সেই ঘটনার পেছনে সিটি কলেজের শিক্ষার্থীদের জড়িত বলে ধারণা থেকেই আজকের উত্তেজনা ও সংঘর্ষের সূত্রপাত।
তিনি আরও জানান, “বর্তমানে পরিস্থিতি শান্ত। দুই কলেজের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরে গেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও এলাকায় অবস্থান করছেন। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রটোকল অব্যাহত থাকবে।”
এদিকে সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।