শ্রীপুরে ওসির ‘ঘুষ চাওয়ার’ ঘটনায় তদন্তে নেমেছে গাজীপুর জেলা পুলিশ
মোজো ডেস্ক 05:11PM, Apr 22, 2025
গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল ও স্থানীয় এক ঝুট ব্যবসায়ীর কথোপকথনের অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনা তদন্তে নেমেছে জেলা পুলিশ। এরই মধ্যে একটি এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের তিনি জানান, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। এরই মধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটির মূল কাজ হচ্ছে ভাইরাল হওয়া অডিওটি যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত করা। রেকর্ডটি ফরেনসিক বিশ্লেষণে পাঠানো হবে।”
তবে তদন্ত কমিটিতে থাকা কর্মকর্তার পরিচয় প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন পুলিশ সুপার। তিনি বলেন, “অভিযোগকারী সেলিম শিকদারের সঙ্গেও আমি কথা বলবো। সব পক্ষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। আমরা আমাদের মতো করে নিরপেক্ষ তদন্ত চালিয়ে যাব।”
উল্লেখ্য, গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের ঝুট ব্যবসায়ী সেলিম শিকদারের সঙ্গে ওসি জয়নাল আবেদীন মন্ডলের কথোপকথনের একটি অডিও রেকর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয় এবং বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়।