স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “মব জাস্টিস আর অ্যালাউ (অনুমোদন) করা যাবে না। অনেক হয়েছে। কারও কোনো অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।”
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে যশোর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “গণ-অভ্যুত্থানে দেশের বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে, সেগুলোর সব এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। যত দ্রুত সম্ভব এসব অস্ত্র উদ্ধার করতে হবে।”
অন্তর্বর্তীকালীন সরকারকে 'অরাজনৈতিক' উল্লেখ করে তিনি বলেন, “আমরা অনুরোধ-তদবির এড়ানোর চেষ্টা করছি। থানার ওসি যেন ঘুষ না খায়, সেটা নিশ্চিত করা সবার দায়িত্ব। আত্মীয়স্বজনের পরিচয়ে কেউ কোনো সুবিধা নিতে চাইলে, প্রথমবার চা খাওয়াবেন, দ্বিতীয়বার পুলিশের হাতে তুলে দেবেন।”
তিনি আরও বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর আত্মীয়-বন্ধুর সংখ্যা বেড়েছে। কেউ যদি অন্যায় রিকোয়েস্ট করে, আমি নিজে ফোন করব—এটা বন্ধ করতে হবে।”
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “১৫ হাজার বোতল ফেনসিডিল ছেড়ে দিয়ে ৫০০ বোতল উদ্ধার দেখানো—এই প্রবণতা বন্ধ করতে হবে।”
জামিন ইস্যুতে আদালতের প্রতি ইঙ্গিত করে বলেন, “অনেক বড় বড় সন্ত্রাসী জামিনে বেরিয়ে যাচ্ছে। আমাদের আরও সচেতন হতে হবে। তবে বিষয়টি বিচারকদের বিবেচনায়।”
সভায় যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএস/টিএ