থানা থেকেই মোটরসাইকেল চুরি, বিচলিত পুলিশ

পাকিস্তানের করাচিতে এক অদ্ভুত চুরির ঘটনা ঘটেছে থানার ভেতরেই। করাঙ্গি জেলার আল-ফালাহ থানায় এক ব্যক্তি নিজের মোটরসাইকেল গেটে রেখে পুলিশের সঙ্গে কথা বলতে যান। এই ফাঁকে, এক ব্যক্তি—যিনি নিজেই অভিযোগকারী সেজে থানায় ঢুকেছিলেন—সুযোগ বুঝে গেটের বাইকে চড়ে চম্পট দেন।

পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, সন্দেহভাজন চোরটি থানায় এসে আগে পুলিশের সঙ্গে কথাবার্তা বলেন এবং আশপাশের পরিবেশ খেয়াল করতে থাকেন। পরে সুযোগ বুঝে মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যান। এই ঘটনা পুলিশকেই হতবাক করে দিয়েছে।

খবরে বলা হয়, ভুক্তভোগী শাহিদ ইকবাল নামের ওই ব্যক্তি তার ১২৫ সিসি মোটরসাইকেল (নম্বর : KQT-6183) থানার গেটের সামনে পার্ক করে রেখে কর্তব্যরত পুলিশের সঙ্গে সাক্ষাৎ করতে ভেতরে যান। কিন্তু বাইরে এসে দেখেন, তার বাইকটি আর সেখানে নেই। বিষয়টি জানাজানি হতেই থানায় শুরু হয় তোলপাড়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুরির ঠিক আগে একজন অজ্ঞাত ব্যক্তি থানায় ঢুকে দায়িত্বপ্রাপ্ত অফিসারসহ অন্য পুলিশ সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেন এবং নিজেকে অভিযোগকারী হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, তার জাতীয় পরিচয়পত্র হারিয়েছে এবং সেই বিষয়ে অভিযোগ জানাতে এসেছেন।

পরে থানার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ওই ব্যক্তি ভেতরে গিয়ে পুরো পরিবেশ পর্যবেক্ষণ করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই বাইরে গিয়ে মোটরসাইকেল চুরি করে চম্পট দেয়। পুলিশ এখন ওই ব্যক্তির পরিচয় ও অবস্থান শনাক্তে তদন্ত শুরু করেছে।

এই ঘটনা করাচিতে চলমান স্ট্রিট ক্রাইম বা সড়ক অপরাধের ভয়াবহ চিত্র তুলে ধরে। সিটিজেনস-পুলিশ লিয়াজোঁ কমিটির (সিপিএলসি) তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালের ফেব্রুয়ারিতেই করাচিতে ৩,৭৭৩টি মোটরসাইকেল ও ১৯৫টি গাড়ি ছিনতাই বা চুরি হয়েছে।

শহরে ক্রমশ অপরাধ বৃদ্ধিতে জনমনে উদ্বেগ বাড়ছে। পুলিশ স্টেশন থেকে মোটরসাইকেল চুরির ঘটনাটি প্রকাশ হতেই অনেকে বলছেন থানার গেটও এখন আর নিরাপদ নয়।

আরএ/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ছয় বা বেশি সন্তানের মায়েদের জাতীয় মেডেল দেবেন ট্রাম্প Apr 22, 2025
img
‘এপিএসরা দুর্নীতি করবে আর উপদেষ্টারা বলবেন আমার টাকা-পয়সা নাই!’ Apr 22, 2025
img
আওয়ামী মুক্ত করার নামে প্রশাসনকে বৃদ্ধ পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হচ্ছে: মাসুদ কামাল Apr 22, 2025
img
যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে ইসরায়েলের বৈঠক Apr 22, 2025
img
কেরানীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা, গ্রেফতার ১ Apr 22, 2025
img
আগামীতে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার গঠন হবে : আমানউল্লাহ আমান Apr 22, 2025
img
২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৯৬ কোটি ডলার Apr 22, 2025
img
এ বছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৮% : আইএমএফ Apr 22, 2025
কারওয়ান বাজারে পিয়াজ ব্যবসায়ীদের সি'ন্ডি'কে'ট ভে'ঙে দিল ভোক্তা'র কর্মকর্তা Apr 22, 2025
হঠাৎ কেন উত্তাল তিব্বত? Apr 22, 2025