সাবেক মেয়র আতিক নির্বাচনে অংশ নিলে বিজয়ী হবেন : আদালতে আইনজীবী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা ও যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

অপরদিকে তার আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন শুনানিতে বলেন, আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র। পরবর্তীতে নির্বাচনে অংশ নিলে তিনি বিজয়ী হবেন। তিনি যাতে নির্বাচন করতে না পারেন সেজন্য এসব মামলা দেওয়া হচ্ছে।

এসময় এজলাসে উপস্থিত আইনজীবীরা তার বক্তব্যের বিরোধিতা করেন। তারা বলেন, তিনি (আতিক) বিনা ভোটে নির্বাচিত মেয়র।

এদিন মেয়র আতিককে আদালতে হাজির করা হয়। এরপর পৃথক দুই মামলায় ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার দুই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মেয়র আতিককে গ্রেফতার করে পুলিশ। তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুই মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই ভাটারা থানাধীন বাঁশতলা এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিতে আহত হন মনির হোসাইন। পরে হাসপাতালে নেওয়া হলে ২০ জুলাই মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় নিহতের ভাই গত ২ অক্টোবর ভাটারা থানায় মামলা করেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে লর্ড হ্যাডিক্ট সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
স্ত্রীর সঙ্গে ফুটবলার শেখ মোরছালিনের বিচ্ছেদ, মামলা প্রত্যাহার Apr 23, 2025
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে Apr 23, 2025
img
পারভেজ হত্যা মামলার মূল আসামি গ্রেফতার Apr 23, 2025
img
দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে : চিফ প্রসিকিউটর Apr 23, 2025
img
রাজনৈতিক মঞ্চে ইলিয়াস কাঞ্চন, নতুন দল ‘জনতার পার্টি বাংলাদেশ’ Apr 23, 2025
img
"নতুন দলের এত টাকা কোথা থেকে আসে?"— রুমিন ফারহানার প্রশ্ন Apr 23, 2025
img
একদিন পরই কমলো সোনার দাম Apr 23, 2025
img
রাজনৈতিক মামলা প্রত্যাহারে ৩ সপ্তাহের আল্টিমেটাম শিবিরের Apr 23, 2025
img
বাংলাদেশে অনেক আরাকান আর্মি বিয়ে করেছে, যা অস্বীকার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 23, 2025
img
৬০০ কোটির ক্লাবে ছাভা, ইতিহাস গড়লেন ভিকি কৌশল Apr 23, 2025