ঢাকার দোহারের পশ্চিম সুতারপাড়া ও নারিশা পশ্চিম চর এলাকায় ডাকাতির ঘটনায় নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ১০ আনা এক রতি স্বর্ণালংকার জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছাগলকান্দা এলাকার ওমর আলী মাতুব্বর (৩৫), তার স্ত্রী রাবেয়া বেগম (৩০), স্বর্ণ ব্যবসায়ী খোরশেদ মাতুব্বরের স্ত্রী কমেলা বেগম (৬৫), একই উপজেলার বিনোকদিয়া এলাকার গোপাল পাল (৪৫) ও ফরিদপুরের ভাংগা থানার নাজিরপুর এলাকার মো. আকরাম মাতুব্বর (৪২)।
পুলিশের দাবি, গ্রেফতার হওয়া সবাই ডাকাত। তাদের নামে ডাকাতির একাধিক মামলা রয়েছে।
বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে দোহার থানার ওসি মো. রেজাউল করিম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন খবরের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যমতে, ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি ও লুন্ঠিত ১০ আনা ১ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের নামেই একাধিক ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
এফপি/টিএ