শ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৩ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,
“কাশ্মীরের পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার ফলে প্রাণহানির জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।”
এর আগে সকালে ভারতের জম্মু ও কাশ্মীরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, "নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং ভুক্তভোগী সবার প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছে বাংলাদেশ। এই নিষ্ঠুর সহিংসতার ঘটনার নিন্দা জানিয়ে আমরা বৈশ্বিক সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামে আমাদের অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।"
উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার) বিকেলে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সংঘটিত হামলায় বন্দুকধারীরা জঙ্গল থেকে বেরিয়ে পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে। নিরাপত্তা বাহিনীর বরাতে জানা যায়, এই ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন।
হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার ছায়া গোষ্ঠী TRF।
এই বর্বর হামলার ঘটনায় ভারতজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন মহল থেকে জবাব দাবি করে চলছে প্রতিবাদ।
এসএস/টিএ