সন্দ্বীপ-সীতাকুণ্ড নৌ রুটে বন্ধ হচ্ছে না ফেরি, যুক্ত হচ্ছে সি-ট্রাক

যাত্রীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিসি চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ ফেরি সার্ভিস বন্ধের সিদ্ধান্ত বাতিল করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের ২০ এপ্রিলের নির্দেশনায় আজ (বুধবার) থেকে রুটে ফেরি চলাচল বন্ধ হওয়ার কথা থাকলেও, আবহাওয়ার উন্নতি ও যাত্রীদের চাপে ফের চলবে 'কপোতাক্ষ'।

সন্দ্বীপের ইউএনও রিগ্যান চাকমা জানিয়েছেন, যতদিন রুটটি চলাচলের উপযোগী থাকবে, ততদিন ফেরি চলবে এবং আগামী সপ্তাহে রুটে সি-ট্রাক যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ফলে বুধবারও রুটে ফেরি চলাচল স্বাভাবিক ছিল—যাত্রী, পণ্য ও যানবাহন পারাপারে বিঘ্ন ঘটেনি।


এসএস/টিএ









Share this news on: