শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় কমিটি গঠন হবে: উপদেষ্টা সাখাওয়াত
মোজো ডেস্ক 09:05PM, Apr 23, 2025
শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনার জন্য অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। বুধবার (২৩ এপ্রিল) সচিবালয়ে কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ তার হাতে প্রতিবেদন হস্তান্তর করেন।
উপদেষ্টা জানান, এই কমিটি কমিশনের সুপারিশ বিশ্লেষণ করে বাস্তবায়নের জন্য দিকনির্দেশনা দেবে। যদিও নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করতে চান না তিনি।
কমিশনের প্রধান সৈয়দ সুলতান জানান, দেশের প্রায় ৮৫ শতাংশ শ্রমিক আইনী সুরক্ষার বাইরে এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এছাড়াও উপদেষ্টা জানান, আগামীকাল কক্সবাজার-মহেশখালি রুটে সি-ট্রাক সার্ভিসের উদ্বোধন করা হবে।