ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের কুলগ্রামে ভারতীয় সেনা ও বিদ্রোহীদের মধ্যে বুধবার (২৩ এপ্রিল) রাতে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কাশ্মিরের পাহেলগামে ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনার পরপরই কুলগ্রামে সংঘর্ষ শুরু হয়। সেনাবাহিনী দাবি করেছে, দুই বিদ্রোহী সীমান্ত অতিক্রমের সময় গুলিতে নিহত হয়, যার পরপরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, হামলায় জড়িত অন্তত সাতজনের মধ্যে চার থেকে পাঁচজন পাকিস্তানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তারা উর্দু ভাষায় কথা বলছিলেন, যা পাকিস্তানের নির্দিষ্ট অঞ্চলের উপভাষা বলে দাবি করা হয়। হামলায় স্থানীয় বিদ্রোহীরাও সহায়তা করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
ঘটনার দায় স্বীকার করেছে 'দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্ট' (TRF) নামে একটি গোষ্ঠী, যারা ২০১৯ সালে আত্মপ্রকাশ করে।
এদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, কাশ্মিরসহ ভারতের নানা রাজ্যে চলমান বিদ্রোহ বিদেশি প্রভাব নয়, বরং স্থানীয় জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি ভারতের হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগও তোলেন।
এই ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
এসএস/টিএ