পারভেজ হত্যা: দুই তরুণীকে খুঁজে বের করার নির্দেশ আদালতের

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় আদালত অভিযুক্ত দুই তরুণীকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) এই আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্যাহ।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, সিসি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য প্রমাণের মাধ্যমে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক বা অন্য কোনো কারণ থাকতে পারে, যা জানার জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।

এদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে বলেন, হত্যার সঙ্গে তার মক্কেলের কোনো সম্পর্ক নেই এবং তাকে রাজনৈতিকভাবে জড়ানো হয়েছে। বিচারক মামলার তদন্ত কর্মকর্তাকে প্রশ্ন করেন, “মেয়েরা কোথায়?” এবং তাদের খুঁজে বের করার নির্দেশ দেন।

গত ১৯ এপ্রিল, প্রাইমএশিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে পারভেজকে ছুরি মেরে হত্যা করা হয়। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, পারভেজ কিছু ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে প্রক্টরের কাছে ডেকে নেওয়া হয় এবং পরে বহিরাগতরা এসে তাকে আক্রমণ করেন।

এ ঘটনায় নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীরের দায়ের করা মামলায় আটজনকে আসামি করা হয়েছে, এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতাও আছেন।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কথা মতো জামিন না দিলে বিচারককে বান্দরবানে পাঠিয়ে দিতো: শিশির মনির Apr 24, 2025
img
ইসলামাবাদ হাইকমিশনের সব কর্মী প্রত্যাহারসহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ সিদ্ধান্ত মোদির Apr 24, 2025
img
অভিনয় নয় অন্য কৌশলে কোটি কোটি টাকা আয় শিল্পা শেট্টির Apr 24, 2025
img
‘গাড়িতে চড়েন, বিদেশে যান কিন্তু বলেন টাকা নেই’ Apr 24, 2025
img
পাকিস্তানিদের ভারত ছাড়তে ৪৮ ঘণ্টার সময়সীমা মোদী সরকারের Apr 23, 2025
img
বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার করবে না দিল্লির চাপে Apr 23, 2025
img
প্রধান উপদেষ্টাকে নিয়ে বিভ্রান্তমূলক পোস্ট দেওয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার Apr 23, 2025
img
মধ্য ভূমধ্যসাগরে ২ শতাধিক অভিবাসী উদ্ধার Apr 23, 2025
img
দুবাইয়ে অর্থপাচারে জড়িত ৭০ বাংলাদেশির তালিকা প্রকাশ Apr 23, 2025
img
সাদামাটা জীবনের দৃষ্টান্ত মনোজ বাজপেয়ী, অভিনেতা হয়েও ছাড়তে পারেননি দরাদরির অভ্যাস Apr 23, 2025