রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের ঘরে ৩ দিন ধরে অনশন করছেন এক গৃহবধূ। গত মঙ্গলবার (২২ এপ্রিল ) থেকে পুঠিয়া ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা সাঈদ ইকবাল রুবেলের ঘরে অনশন করছেন তিনি। গৃহবধূর অনশনের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়েছেন রুবেল।অনশনরত গৃহবধূ জানান, তার দুটি সন্তান রয়েছে।
এ অবস্থায় প্রতিবেশি স্থানীয় আওয়ামী নেতা ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের সাথে চার বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সেই থেকে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে মেলামেশা করে আসছেন রুবেল। কিন্তু সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে রুবেল বিয়ে করতে অস্বীকার করেন। তাই তিনদিন ধরে বিয়ের দাবিতে রুবেলের ঘরে অবস্থান করছেন তিনি।
এ বিষয়ে জানতে রুবেলের ফোন নম্বরে কল দেওয়া হলে তা বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, রুবেলের স্ত্রী ও এক সন্তান রয়েছে।রুবেলের মা মমতা বেগম ছেলের সঙ্গে ওই গৃহবধূর সম্পর্কের বিষয়টি স্বীকার করেন। তিনি তাদের বিয়েতেও সম্মতি দিয়েছেন।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, আজ বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের বাড়িতে যাই। তখন এক গৃহবধূকে ঘরে অবস্থান করতে দেখেছি। তার সাথে রুবেলের সম্পর্ক রয়েছে বলে জানতে পারি। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করতে বলেছি।
এমআর/টিএ