ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগুনার কালীনগর থানার তিলকচন্দ্রপুর ন্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) ও একই গ্রামের বলাই দাসের ছেলে তাকের দাস (২৫)।
বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৮ বিজিবির অধীন জীবননগর বিওপির টহলদল জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পাকা রাস্তার পাশে অবস্থানরত দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়।
তারা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান শেষে ভারতে ফেরার চেষ্টা করছিলেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা কালের কণ্ঠকে জানান, আটক দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা করার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরআর/টিএ