জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণের মামলায় সাজ্জাদ হোসেন (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত সাজ্জাদ হোসেন জয়পুরহাট পৌর এলাকার বাগিচাপাড়া মহল্লার মোসলেম উদ্দীনের ছেলে। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী রিনাত ফেরদৌসী রিনি জানান, ২০১৭ সালের ২৮ জানুয়ারি গভীর রাতে স্বামীর অনুপস্থিতিতে এক গৃহবধূকে ধর্ষণ করেন সাজ্জাদ। স্বামী ফিরে আসলে ভুক্তভোগী ঘটনাটি জানান। এরপর গৃহবধূর স্বামী জুয়েল রানা জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই কবীরুল ইসলাম তদন্ত শেষে ওই বছরের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সাজা ঘোষণা করেন আদালত।