সাতদিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে বন্দরের আমদানি, রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা সাতদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। সে মোতাবেক ২ থেকে ৮ জুন পর্যন্ত টানা সাতদিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। রোববার বেলা পৌনে ১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

তবে ঈদের আমেজ কাটিয়ে বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরো দু-এক দিন সময় লাগবে বলে তিনি জানান।

হিলি স্থলবন্দরের সহকারী ব্যবস্থাপক অশিত কুমার স্যানাল জানান, ঈদুল ফিতর উপলক্ষে আমদানিকারকরা সাতদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ব্যতীত বন্দরের কার্যক্রম খোলা ছিল। ঈদের ছুটি শেষে রোববার সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই বন্দরে কর্মরত শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ফলে বন্দরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্যভর্তি, ডেলিভারি দেয়াসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে।

 

টাইমস/জেডটি

Share this news on: