হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে। আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ জানান, নোয়াগড় গ্রামের শাহজাহান মেম্বার ও আক্তার হোসেনের মাঝে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।

এই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ