৪ দিন আগে মৃত আ.লীগ নেতার বিরুদ্ধে জামায়াত নেতার মামলা
মোজো ডেস্ক 04:56PM, Apr 25, 2025
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার দিন পর এক আওয়ামী লীগ নেতার নামে মামলা দায়ের হওয়ার ঘটনা ঘটেছে, যা নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
১৯ এপ্রিল গোবিন্দগঞ্জ থানায় স্থানীয় এক জামায়াত নেতা এই মামলা করেন, যেখানে রাজনৈতিক প্রেক্ষিতে ১৫৫নং আসামি হিসেবে আওয়ামী লীগ নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়।
নিহত বাবুল আকতার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ডাকুনী গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে। তিনি বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল অসুস্থতার কারণে মারা যান পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবুল আকতার। দলমত নির্বিশেষে সব ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১৯ এপ্রিল দরবস্ত ইউনিয়নের বেড়ামালঞ্চা গ্রামের ছলিম উদ্দীনের ছেলে জামায়াত নেতা আজাদুল ইসলাম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় ২২১ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, শুনতেছি মারা গেছে। তবে জানি না সে মারা গেছে কি না। এ বিষয়ে তদন্ত চলছে।