নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার লাভলেইন এলাকায় থেকে পুলিশ আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের ৫ কর্মীকে গ্রেফতার করেছে ।
গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে আজ শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ৫ জন হলেন- মো. জহির উদ্দিন (৫০), শামিম (৩০), মো. ওয়াসিম (২৭), মো. দেলোয়ার হোসেন শুক্কুর (৩৫) ও মো. মিজান (২৬)।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের কোতোয়ালী থানার লাভলেইন এলাকায় শেখ হাসিনা ফোর্সের ব্যানারে একটি মিছিল বের করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মিছিলে ২৫ থেকে ২০ জন যুবক ছিলেন। মিছিলে তারা বিভিন্ন স্লোগান দেন।
চট্টগ্রামের কোতোয়ালী থানার ওসি কালের কণ্ঠকে বলেন, ‘লাভইলেইন এলাকায় মিছিলের পর আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের সক্রিয় ৫ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা নিষিদ্ধ ছাত্রলীগের নামে বিভিন্ন স্লোগান ও সরকার বিরোধী উস্কানি মূলক স্লোগান দিয়ে হাতে লাঠিসোটা, ইট-পাটকেল নিইয়ে জনমনে আতংক সৃষ্টির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম করছিল।’
তিনি আরো বলেন, ‘গ্রেফতার আসামিদের কাছ থেকে মিছিলের সঙ্গে জড়িদের তথ্য নিয়ে এবং সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে ৪১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪৫ জনকে আসামি করে এসআই মো. শওকত আলী বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।’
আরএ/টিএ