পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত

পাকিস্তানের কোয়েটার মারগেট এলাকায় বোমা বিস্ফোরিত হয়ে আঞ্চলিক পুলিশ বাহিনী ফ্রন্টিয়ার কন্সটাবুলারির চার সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সময়ে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সেসব এলাকায় পাল্টা পদক্ষেপ জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। এমন সময় আঞ্চলিক পুলিশ বাহিনীর চার সদস্য বোমা হামলায় নিহত হলেন।

পাক সংবাদমাধ্যম দ্য ডনকে হান্না উরাক স্টেশনের হাউজ অফিসার নাভিদ আখতার বলেছেন, হামলায় নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডের সদস্যদের লক্ষ্য করা হয়েছিল। বিস্ফোরণের প্রভাবে নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত ও তিনজন গুরুতর আহত হন। আহতদের দ্রত সময়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা হলেন সুবেদার শাহজাদ আমিন, নায়েব সুবেদার আব্বাস এবং সিপাহী খলিল ও সিপাহী জাহিদ।

আহতদের মধ্যে রয়েছেন ল্যান্স নায়েক জাফর, ল্যান্স নায়েক ফারুক এবং সিপাহী খুররম সেলিম।

হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালের নভেম্বরের পর গত মার্চে দেশটিতে প্রথমবারের মতো সন্ত্রাসী হামলার সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এরপ্রেক্ষিতে নিরাপত্তা অভিযানও বাড়ানো হয়েছে।

পর্যবেক্ষক এ সংস্থাটি বলেছে, মার্চে সবমলিয়ে সন্ত্রাসী হামলা হয়েছে ১০৫টি। এসব হামলায় ৭৩ জন নিরাপত্তা কর্মী, ৬৭ জন বেসামরিক মানুষ এবং ৪৪ সন্ত্রাসীসহ ২২৮ জন নিহত হয়েছে। একই সময় আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর ১২৯ জন সদস্য আহত হয়েছেন। অপরদিকে বেসামরিকদের আহতদের সংখ্যা আড়াইশ ছাড়িয়েছে।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ Apr 25, 2025
img
শাহরুখের মান্নাত ছেড়ে যাওয়ায় বিপাকে বান্দ্রার দোকানদাররা, বিক্রিতে ভাটা Apr 25, 2025
img
পাকিস্তানকে চাপে ফেলতে গিয়ে নিজেই বিপাকে ভারত Apr 25, 2025
img
কাশ্মীর আরও উত্তপ্ত হলে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের Apr 25, 2025
img
বিএনপির নেতা-কর্মীদের নামে করা ৬০ লাখ মামলা এখনো প্রত্যাহার হয়নি : রিজভী Apr 25, 2025
img
‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুবই ভালো বন্ধু' Apr 25, 2025
img
সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেবে না ভারত Apr 25, 2025
img
বিএনপি গণমানুষের দল, আওয়ামী লীগের মতো লুটপাট ও দুঃশাসনে বিশ্বাসী নয় : খায়ের ভূঁইয়া Apr 25, 2025
img
আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয়: সারজিস Apr 25, 2025
img
বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালু করতে চায় এয়ার সিয়াল Apr 25, 2025