কাশ্মীর হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত। এরই অংশ হিসেবে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, রাজ্যে থাকা পাকিস্তানি নাগরিকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
শুক্রবার (২৫ এপ্রিল) ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার-এর প্রতিবেদনে জানানো হয়, অমিত শাহ ভিডিও কনফারেন্সে দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং স্পষ্ট নির্দেশনা দেন—যদি কোনো পাকিস্তানি নাগরিক রাজ্যে অবস্থান করে, তবে তাকে দ্রুত শনাক্ত করে ফেরত পাঠাতে হবে।
এর আগে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সাত দফা কঠোর ব্যবস্থা নেয় মোদি সরকার। এনডিটিভি-র প্রতিবেদনে বলা হয়, ভারত ইতোমধ্যে ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তি স্থগিত করেছে। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।
নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করেছে ভারত:
পাকিস্তানিদের সার্ক স্পেশাল ভিসা বাতিল ও দেশে ত্যাগের নির্দেশ
নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা
পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের প্রতিরক্ষা কর্মকর্তাদের প্রত্যাহার
হাইকমিশনের কর্মকর্তা সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে নামানো
সীমান্তের রিট্রিট অনুষ্ঠানে প্রতীকী করমর্দন স্থগিত
বিএসএফ-এর মাধ্যমে সীমান্তে প্রদর্শন হ্রাস
সব পাকিস্তানি নাগরিকের ভিসা স্থগিত
ভারত সরকারের মতে, আন্তঃসীমান্ত সন্ত্রাসে পাকিস্তানের ভূমিকা বন্ধ না হওয়া পর্যন্ত এসব সিদ্ধান্ত বহাল থাকবে।
এসএস