ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে মেদিনীপুর সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্তে হত্যা না হওয়া এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম।এ সময় বিএসএফের পক্ষ থেকে কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমারসহ বারো সদস্যর একটি দল অংশ নেয়।
মহেশপুর (৫৮) বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, 'বিএসএফের সঙ্গে সৌহার্দ্যপুর্ণ পরিবেশে আমাদের সাক্ষাৎ ও বৈঠক হয়েছে। আশা করছি সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।'আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ান সীমান্তের জিরো লাইন ধরে ২.৫ কিলোমিটার পায়ে হেঁটে পরিদর্শন করেন।
এমআর/এসএন